Entertainment লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Entertainment লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন রেকর্ড। পাকিস্তানকে বাংলাওয়াশ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন রেকর্ড। পাকিস্তানকে বাংলাওয়াশ

 mbtv24.com: টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড সৃষ্টি করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয় করলো বাংলাদেশ। এই জয়ের মধ্যে দিয়ে টেস্টে প্রথমবার পাকিস্তানকে বাংলাওয়াশ করে ইংল্যান্ডকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের চার নম্বরে এখন নাজমুল হোসেন শান্ত'র দল।পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে আজ শেষ দিন জয়ের জন্য ১৪৩ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয় করলো  বাংলাদেশ।

প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই টাইগার পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে ১৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা।যার ফলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৫ রান।

পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ। দুই টাইগার ওপেনার জাকির হাসান ২৩ বলে ৩১ ও সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে খেলতে নামে। দিনের শুরুতেই দলীয় ৫২ রানে সাজঘরে ফিরে যান জাকির। ৩৯ বলে ৪০ রান করেন তিনি।

জাকিরের বিদায়ের পর দলীয় ৭০ রানে ৫১ বলে ২৪ রান করে আউট হন আরেক ওপেনার সাদমান। এরপর ক্রিজে আসা মুমিনুলকে সঙ্গে নিয়ে দিনের শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত।

মুমিনুলকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন শান্ত। তবে দলীয় ১২৭ রানে ৮২ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরেন টাইগার অধিনায়ক। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল।

তবে দলীয় ১৫৩ রানে ৭১ বলে ৩৪ রান করে আউট হন মুমিনুল। তার বিদায়ের পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। ৫৬ ওভারে দলের জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। মুশফিক ৫১ বলে ২২ ও সাকিব ৪৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

এই জয়ের মধ্যে দিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার রেকর্ড করলো বাংলাদেশ।

 


mbtv24.com

তারিখঃ ০৩/০৯/২০২৪

পাঠান না এনে আমাকে দিয়ে পাঠান তৈরি করুন বললেন বাংলাদেশী অভিনেতা জায়েদ খান

পাঠান না এনে আমাকে দিয়ে পাঠান তৈরি করুন বললেন বাংলাদেশী অভিনেতা জায়েদ খান

 

mbtv24.com: দেশের হলে হিন্দি ছবি না এনে, দেশের নায়কদের নিয়ে 'পাঠান'-এর মত ছবি তৈরি করতে প্রযোজক সিনেমা প্রদর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান

তিনি বলেন, বাংলাদেশেপাঠান বা হিন্দি ছবি মুক্তি পেলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে দেশে পাঠান আনার কি প্রয়োজন? তার চেয়ে পাঠান না এনে আমাকে বা আমাদেরকে দিয়ে পাঠানের মত ছবি তৈরি করুন আমাদের দিয়ে বলিউডের ছবির মত ছবি বানান' গত ৯ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করার আগে মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন বাংলাদেশের চিত্রনায়ক জায়েদ খান



তিনি আরো বলেন,  'দেশীয় সংস্কৃতির বিকাশ লাভে আমি শুরু থেকে হিন্দি ছবির বিপক্ষে সবসময় চাইবো হিন্দি ছবি যাতে এখানে না আসেদেশে হিন্দি ছবি আনলে শিশুরা হিন্দি ভাষা শিখবে বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হলো, সেই ভাষা হারিয়ে যাবেহিন্দি ছবি আনার চেয়ে আমাকে বা আমাদেরকে দিয়ে পাঠানের মত ছবি তৈরি করেন

তিনি মনে করেন, ''শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হিন্দি ছবি বাংলাদেশে এলে এদেশের সিনেমা ধ্বংস হয়ে যাবেকারণ এক কোটি টাকা বাজেটের সিনেমা কখনোই একশ' কোটির সিনেমার  সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারবে না

mbtv24.com

তারিখঃ ১২/০৩/২০২৩

তেরখাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তেরখাদার জয়

তেরখাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তেরখাদার জয়



MB TV24.Com:
১৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় উপজেলার সরকারী ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়এতে অংশগ্রহণ করেন তেরখাদা ইউনিয়ন দল বনাম আজগড়া ইউনিয়ন দলখেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, অফিসার ইনচার্জ মোঃ সালেকুজ্জামান,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আমিনুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও তেরখাদা ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান ও সেক্রেটারী কেএম আলমগীর হোসেন, প্রমুখ  খেলায় তেরখাদা ইউনিয়ন দল ৩ গোলে বিজয় অর্জন করেনখেলাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর সৌজন্যে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়পরবর্তীতে ও যে কোন দর্শক যে কোন সময়ে অনলাইনে www.mbtv24.com  www.facebook.com/mbtv24   বা www.youtube.com/mbtv24  গিয়ে উক্ত খেলা গুলো দেখতে পারবেন  উল্লেখ্য শক্তিশালী তেরখাদা ইউনিয়ন দল সব গুলো খেলায় সাফল্যের সাথে বিজয় লাভ করে এবং সেই ধারা অব্যাহত রেখে ফাইনালেও চূড়ান্ত বিজয় অর্জন করে অপরদিকে আজগড়া ইউনিয়ন দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেখেলা শেষে বিজয়ী দলের মাঝে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীউল্লেখ্য আগামী  ১৮ সেপ্টেম্বর সকাল দশটায় তেরখাদা উপজেলা টিম খুলনা সার্কিট হাউজ ময়দানে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবেন।  



তেরখাদা, খুলনা
তারিখ- ১৫/০৯/২০১৮ইং।
  
Latest Bangla Music Video-2018, *Banglar Gan, EP#-3* বাংলার গান,পর্ব-৩* ...

Latest Bangla Music Video-2018, *Banglar Gan, EP#-3* বাংলার গান,পর্ব-৩* ...


MB TV24 এর এবারের ঈদ আয়োজনে থাকছে রকমারি অনুষ্ঠান।দারুন সব গান নিয়ে "বাংলা গান-৩" গ্রন্থনা,পরিচালনা ও প্রযোজনায়- মোঃ রবিউল ইসলাম, উপস্থাপনায়- মোঃ মেহেদী হাসান রনি। মিউজিক- বিকাশ কান্তি পাত্র ও সামীম হাসান। শিল্পী- সুবর্না, সুমা, সুমী, মনজিতা ও রবিউল।
  EID Annondo. *HD Video* বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “ঈদ আনন্দ” MB TV24  EID Entertainment 2018

EID Annondo. *HD Video* বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “ঈদ আনন্দ” MB TV24 EID Entertainment 2018




বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “ঈদ আনন্দ”। 
রচনা, গ্রন্থনা,উপস্থাপনা ও পরিচালনায়- মোঃ রবিউল ইসলাম। প্রযোজনা ও পরিবেশনায়- MB TV24 (www.mbtv24.com)

যা যা রয়েছে অনুষ্ঠানেঃ- জনপ্রিয় গান ও মজার মজার হাসির কৌতুক।

ঈদ আনন্দ অনুষ্ঠান টি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।
আপনিও যোগ দিতে পারেন আমাদের যে কোন অনুষ্ঠানে। এজন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আমরা সর্বশেষ সংবাদ, বিনোদন, নাটক, সর্ট ফিল্ম, টেলিফিল্ম, মিউজিক ভিডিও সহ শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, বিনোদন, কৃষি বিষয়ক সহ বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ করি।সব সময় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখুন।
আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃ www.facebook.com/mbtv24
আমাদের টুইটার পেজে ফলো করুনঃ www.twitter.com/mbtv24
আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুনঃ www.mbtv24.com
আমাদের চ্যানেল সাবসক্রাইব করুনঃ www.youtube.com/mbtv24

আমাদের অনুষ্ঠান দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। চ্যানেলটি সাবসক্রাইব করে আমাদের সাথেই থাকুন।

Hi,
Welcome to Modern bangla TV24, (MB TV24). MB TV24 is a very useful and entertainment channel. Many kinds of useful content are available here. We are Upload blow category video. They are---Entertainment, latest bangle news, All News, News,Latest Natok,Latest  telefilm,Latest Bangla Natok, Drama, Fun, Jokes, Top funny video,hit video,Top Movie,Top Drama,Hit dance,Live Cultural Program, Live Music Show,Live Concert, Technology,Live Entertainment,Live broadcast,live streaming,Agriculture, … etc.

 Watch Our Video and like, Comment, Share.

Watch Live MB TV24 :  https://www.mbtv24.com


Like Our Facebook Page : https://www.facebook.com/mbtv24

Please Subscribe our channel for more useful and entertainment video.


Thanks
Md. Rabiul Islam
CEO
MB TV24

  

তেরখাদায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগভিত্তিক বাংলাদেশ বেতার খুলনার বহিরাঙ্গন অনুষ্ঠান সম্পন্ন

তেরখাদায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগভিত্তিক বাংলাদেশ বেতার খুলনার বহিরাঙ্গন অনুষ্ঠান সম্পন্ন


MBTV24.com
তেরখাদায় ১১এপ্রিল০১৮ বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরে বিকেল ৪টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০ টি বিশেষ উদ্যোগভিত্তিক বাংলাদেশ বেতার খুলনার বহিরাঙ্গন অনুষ্ঠান “সোনালী স্বপ্নের দেশে” খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিনের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) বাবু নিশ্চিন্ত কুমার পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার খুলনার পরিচালক (অনুষ্ঠান) নাসরুল্লাহ মোঃ ইরফান, তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বেতারের উপ আঞ্চলিক
তেরখাদায় উৎসবমুখর পরিবেশে উন্নয়ন মেলা ২০১৮ উদযাপিত, MB TV24,

তেরখাদায় উৎসবমুখর পরিবেশে উন্নয়ন মেলা ২০১৮ উদযাপিত, MB TV24,




মোঃ রবিউল ইসলাম, তেরখাদা, খুলনা।
সারা দেশের বিভিন্ন স্থানের ন্যায় তেরখাদা উপজেলায়ও পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাকজমকের মধ্য দিয়ে ১১ জানুয়ারি থেকে ১৩  জানুয়ারি পর্যন্ত