Terokhada লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Terokhada লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তেরখাদার ছাগলাদহে ব্র্যাকের পল্লী সমাজের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

তেরখাদার ছাগলাদহে ব্র্যাকের পল্লী সমাজের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত


mbtv24.com
: খুলনার তেরখাদায় ছাগলাদহ ইউনিয়নে ১৫ ও ১৬ নভেম্বরে কুশলা ও নেবুদিয়া পল্লী সমাজের উদ্যোগে নারী দল, পুরুষ দল ও কিশোর কিশোরী দলের সমন্বয়সহ সকল সদস্য ও কমিউনিটির জনগণের অংশগ্রহণে নারী নির্যাতন, বাল্য বিবাহ, পারিবারিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে এক মিলন মেলার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলাদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিচুর রহমান এবং সংরক্ষিত মহিলা সদস্য ফিরোজা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  মিলনমেলায় নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।সকল ইভেন্টে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয় ও অংশগ্রহণকারী শতাধিক লোকের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়।

তেরখাদা, খুলনা।

তারিখঃ ১৭/১১/২০২২

তেরখাদার জননেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলাম  এর দাফন সম্পন্ন

তেরখাদার জননেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলাম এর দাফন সম্পন্ন



MBTV24.Com : 
তেরখাদার জননেতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোল্যা এহিউল ইসলাম এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার আছরের নামাযের পরে উপজেলার কেন্দ্র বিন্দু সরকারী ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। এতে দল, মত নির্বিশেষ হাজার হাজার মানুষ অংশ নেন। তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী, অফিসার ইনচার্জ মোঃ সালেকুজ্জামানসহ তেরখাদা ও খুলনার আওয়ামীলীগ, বিএনপি, জামাতসহ সকল রাজনৈতিক দলের উর্দ্বতন নেতৃবৃন্দ জানাযায় উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে তার নিজ গ্রাম ইখড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।   
তিনি তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ছিলেন মানুষ হিসেবে তিনি ছিলেন খুবই সহজ-সরল, সৎ ও নিষ্ঠাবানএকজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ত্ব হিসেবে উপজেলার সর্বত্র ছিল তাঁর প্রশংসাদল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র

উল্লেখ্য ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রেখে যান। তাঁর মৃত্যুতে উপজেলার সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের মাঝে শোকের ছায়া বিরাজ করছে

মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা
তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলাম আর নেই

তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলাম আর নেই

MBTV24.Com :  সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলাম।আজ ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন তাঁর মৃত্যুতে তেরখাদায় শোকের ছায়া বিরাজ করছে।  

তিনি তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ছিলেন।মানুষ হিসেবে তিনি ছিলেন খুবই সহজ-সরল, সৎ ও নিষ্ঠাবান।একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ত্ব হিসেবে উপজেলার সর্বত্র ছিল তাঁর প্রশংসা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র।আজ বৃহস্পতিবার আছর বাদ মরহুমের যানাজার নামাজ সরকারী ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা যায়তাঁর মৃত্যুতে উপজেলার সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।


মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।
কেএম আলমগীর হোসেন আবারো তেরখাদার ইখড়ি দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত

কেএম আলমগীর হোসেন আবারো তেরখাদার ইখড়ি দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত




MB TV24.Com : তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী ইখড়ি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে আবারো নির্বাচিত হলেন উপজেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক ও বারাসাত ইউনিয়নের চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন।
২৪ অক্টোবর বুধবার মাদ্রাসায় সকাল ১০টায় ম্যানেজিং কমিটির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে কেএম আলমগীর হোসেন সভাপতি নির্বাচিত হন। উল্লেখ্য এর মধ্য দিয়ে তিনি টানা ৬ষ্ঠ বারের মতো এই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হলেন।
তার অবদানে প্রতিষ্ঠানটির অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের গতি অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সকলের।

মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।
তেরখাদার পারহাজী গ্রামে নদী ভাঙ্গনে প্রধান সড়ক বিলিন।

তেরখাদার পারহাজী গ্রামে নদী ভাঙ্গনে প্রধান সড়ক বিলিন।

তেরখাদার পারহাজী গ্রামে আতাই নদীতে প্রধান সড়ক, নদী ভাঙ্গন আতংকে শতাধিক পরিবার(ভিডিও সহ)

তেরখাদার পারহাজী গ্রামে আতাই নদীতে প্রধান সড়ক, নদী ভাঙ্গন আতংকে শতাধিক পরিবার(ভিডিও সহ)



MB TV24.Com: খুলনার তেরখাদা উপজেলার ৬নং মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে আতাই নদীতে বিলিন হয়ে গেছে সেনের বাজার-কালিয়া সড়ক। নদী ভাঙ্গন আতংকে ভুগছেন পারহাজী গ্রামের শতাধিক পরিবার। এদিকে প্রধান সড়কে ভাঙ্গনের ফলে যান চলাচল বন্ধ রয়েছে। সূত্র মতে জানা যায়, গত ১৩ অক্টোবর পারহাজী গ্রামের ঈদ গাহ  এর নিকটে সেনের বাজার-কালিয়া সড়কে ফাটল দেখা দেয়। যা ক্রমশ বাড়তে থাকে এবং গত ২০ অক্টোবর সম্পূর্ণ রাস্তা ভেঙ্গে চলে যায় নদীর গর্ভে। বর্তমানে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নদীর পাড়ের বেশ কয়েকটি বাড়ি ইতোমধ্যেই নদীতে বিলিন হয়ে গেছে। উক্ত ভাঙ্গন কবলিত স্থান থেকে দুপাশে প্রায় অর্ধ কিলোমিটার নদীর কিনার সংলগ্ন এলাকায় ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় এসব জায়গাতেও ভাঙ্গন হতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহাসিন এর তত্ত্বাবধানে   রাস্তার পাশেই থাকা কয়েকটি বসতবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিকল্প পথ তেরীর চেষ্টা করছেন। নদী ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড এর জোর তৎপরতা লক্ষ্য করা যায়। স্থানীয়ভাবে শ্রমিক দিয়ে বিকল্প পথ তৈরী, বসত ঘর সরিয়ে অন্যত্র স্থাপন  এবং ভাঙ্গন প্রতিরোধে বালু ভর্তি বস্ত্রা ফেলা হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড, তেরখাদা, খুলনা এর  উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুস সোবহান হাওলাদার জানান, ১৭৫ কেজি করে ৪,৪৮০ বস্তা বালু ফেলে ও রিং বাধ দিয়ে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা চলছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহাসিন জানান, নদী ভাঙ্গনে সেনের বাজার-কালিয়া প্রধান সড়ক টি নদীতে বিলিন হয়ে যাওয়ায় গত ১০/১২ দিন যাবৎ যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল ফিরিয়ে আনতে ভাঙ্গন কবলিত এলাকার পাশ দিয়ে বসত ঘর নিরাপদ স্থানে সরিয়ে সেখান দিয়ে বিকল্প পথ তৈরীর চেষ্টা চলছে।
স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ায় ভাঙ্গন কবলিত এলাকার দুপাশে এসে দুপ্রান্তের বাস, টেম্পু, ইজি বাইক, ভ্যান ও অন্যান্য যানবাহন এসে থামছে। এবং যাত্রীদের গাড়ি বদলাতে হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে যেতে।এতে তাদের ভাড়া ও সময় বেশি লাগছে।অন্যদিকে যানবাহন চালকেরা জানান, এ অবস্থায় খুবই সমস্যার সম্মুখীন হচ্ছি। বিকল্প কোন পথ না থাকায় বাধ্য হয়ে ভাঙ্গনের এপাশে এসে গাড়ি থামাতে হচ্ছে।অন্যপ্রান্তের গাড়ি গুলো ওপাশে রয়েছে। যাত্রীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।তাদের সময় ও অর্থ বেশি লাগছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আরো জানান, নদী ভাঙ্গন কবলিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের পরিষদের গ্রামপুলিশ ও অন্যান্য লোকজন ডিউটি করছেন। চেষ্টা করছি- মানুষের বিপদে পাশে এসে দাঁড়ানোর। ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর জন্য কিছু করার চেষ্টা অব্যাহত রেখেছি।অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড ও ভাঙ্গন প্রতিরোধে বেশ তৎপর এবং আন্তরিক রয়েছেন।অনেক উর্দ্বতন কর্তৃপক্ষ ইতমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জরুরী ব্যবস্থা গ্রহণ করেছেন।তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নদী ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্থ মানুষেরা সর্বস্ব হারিয়ে খুবই অসহায়ভাবে বসবাস করছেন। তাদের কে পর্যাপ্ত সহায়তা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।
তারিখঃ ২২/১০/২০১৮ইং।
তেরখাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তেরখাদার জয়

তেরখাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তেরখাদার জয়



MB TV24.Com:
১৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় উপজেলার সরকারী ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়এতে অংশগ্রহণ করেন তেরখাদা ইউনিয়ন দল বনাম আজগড়া ইউনিয়ন দলখেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, অফিসার ইনচার্জ মোঃ সালেকুজ্জামান,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আমিনুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও তেরখাদা ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান ও সেক্রেটারী কেএম আলমগীর হোসেন, প্রমুখ  খেলায় তেরখাদা ইউনিয়ন দল ৩ গোলে বিজয় অর্জন করেনখেলাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর সৌজন্যে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়পরবর্তীতে ও যে কোন দর্শক যে কোন সময়ে অনলাইনে www.mbtv24.com  www.facebook.com/mbtv24   বা www.youtube.com/mbtv24  গিয়ে উক্ত খেলা গুলো দেখতে পারবেন  উল্লেখ্য শক্তিশালী তেরখাদা ইউনিয়ন দল সব গুলো খেলায় সাফল্যের সাথে বিজয় লাভ করে এবং সেই ধারা অব্যাহত রেখে ফাইনালেও চূড়ান্ত বিজয় অর্জন করে অপরদিকে আজগড়া ইউনিয়ন দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেখেলা শেষে বিজয়ী দলের মাঝে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীউল্লেখ্য আগামী  ১৮ সেপ্টেম্বর সকাল দশটায় তেরখাদা উপজেলা টিম খুলনা সার্কিট হাউজ ময়দানে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবেন।  



তেরখাদা, খুলনা
তারিখ- ১৫/০৯/২০১৮ইং।
  
তেরখাদা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

তেরখাদা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত



মোল্যা সেলিম আহম্মেদঃ তেরখাদা উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা আজ শনিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা হল রুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলামঅন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শেখ তবিবুর রহমান, এম ফরিদ আহম্মেদ, মুক্তিযোদ্ধা বোরান উদ্দিন, মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম দীন ও শেখ মোঃ মহাসিন এবং উকিল উদ্দিন লস্কার, আওয়ামীলীগের নেতা কাজী আক্তার হোসেন, হাজী মকবুল হোসেন, অনাদী কুমার মহন্ত, ওহিদুজ্জামান ফরিদ, কাজী কামাল, সারাফাত হোসেন, প্রজেস বালা, খান সেলিম আহমেদ, অসিত কুমার বৈদ্য, নাজমুল ইসলাম, সারাফাত হোসেন মুক্তি, তাহেরা নয়ন, নাসিমা কবির, জিল্লুর রহমান নান্নু, বদিউজ্জামান লিটু, মোল্যা মোঃ হিজবুল্লাহ সহ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীবৃন্দসভায় বক্তারা আগামী ২০ সেপ্টেম্বর নব নির্বাচিত এমপি আব্দুস সালাম মুর্শিদীর তেরখাদায় আগমন উপলক্ষ্যে উপজেলার নেতা কর্মীদের পক্ষ থেকে সংবর্ধনা জানানোর উদ্দেশ্যে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার আহবান জানান
তেরখাদায় উত্তর খুলনা সাংবাদিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত

তেরখাদায় উত্তর খুলনা সাংবাদিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত



মোল্যা সেলিম আহম্মেদঃ সাংবাদিকদের মধ্যে ঐক্য সৃষ্টি এবং সঠিক, বস্তুনিষ্ট, তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনে  ঐক্য গড়ার লক্ষ্যে উত্তর খুলনা সাংবাদিক ফোরামের উদ্যোগে আজ ১৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় উপজেলা প্রেসকাব মিলনায়তনে ক্লাবের সভাপতি ও উত্তর খুলনা সাংবাদিক ফোরামের আহবায়ক নুর মোহাম্মদ সিফাতের সভাপতিত্বে  এক আলোচনা সভার আয়োজন করা হয়সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তর খুলনা সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোল্যা সেলিম আহম্মেদঅতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনে যুগ্ম আহবায়ক মিয়া বদরুল আলম, কিশোর কুমার দে, বীর মুক্তিযোদ্ধা নজির ভান্ডারী, সদস্য সচিব এসএম সামীম আহমেদ, সদস্য আজিজুল হাকিম, ডাঃ সুধাংশু কুমার, শামসুর রহমান, মোঃ ইকলাজ আলী, লক্ষী রানী, আজাহার আলী, খালেদা খাতুন, নাইম হাসানউল্লেখ্য দল মত নির্বিশেষে কলম সৈনিকদের সঠিক তথ্য উদঘাটন করতে গত ১৩ সেপ্টেম্বর চন্দনীমহলে উত্তর খুলনা সাংবাদিক ফোরামের এক জরুরী সভায় ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়কমিটির সিদ্ধান্ত মোতাবেক উত্তর খুলনা সাংবাদিক ফোরাম কে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সকল উপজেলায় সদস্যদের কে সত্য ও বলিস্ট সংবাদ পরিবেশনের আহবান জানানঅনুষ্ঠান পরিচালনায় ছিলেন উত্তর খুলনা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এম বাবুল সরকার
Terokhada VS Ajgora Final Match. তেরখাদা VS আজগড়া ইউনিয়ন দলের ফাইনাল খেলা -01

Terokhada VS Ajgora Final Match. তেরখাদা VS আজগড়া ইউনিয়ন দলের ফাইনাল খেলা -01

Terokhada VS Ajgora Final Match. তেরখাদা VS আজগড়া ইউনিয়ন দলের ফাইনাল খেলf -02

Terokhada VS Ajgora Final Match. তেরখাদা VS আজগড়া ইউনিয়ন দলের ফাইনাল খেলf -02

ছাগলাদহ বনাম মধুপুর ইউনিয়ন দলের মধ্যকার খেলার পর্যালোচনা

ছাগলাদহ বনাম মধুপুর ইউনিয়ন দলের মধ্যকার খেলার পর্যালোচনা


ছাগলাদহ বনাম মধুপুর ইউনিয়ন দলের মধ্যকার খেলার পর্যালোচনা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, ছাগলাদহ বনাম মধুপুর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, ছাগলাদহ বনাম মধুপুর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, তেরখাদা বনাম সাচিয়াদহ (অনুর্ধ্ব-১৭...

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, তেরখাদা বনাম সাচিয়াদহ (অনুর্ধ্ব-১৭...

জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ (অনুর্ধ্ব-১৭...

জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ (অনুর্ধ্ব-১৭...

তেরখাদায় ভ্রাম্যমান আদালতে ২ জনের কারাদন্ড

তেরখাদায় ভ্রাম্যমান আদালতে ২ জনের কারাদন্ড

MB TV24.Com তেরখাদায় ভ্রাম্যমান আদালতে ২ জনের কারাদন্ড প্রদান করেছেন স্থানীয় ভ্রাম্যমান আদালতসূত্রে জানা যায়, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার বেলা ১২ টার সময় উপজেলার কুশলা উত্তর পাড়ার মৃত আব্দুল লতিফ শেখের পুত্র মোঃ পান্নু শেখ (৫৫) এর বসত ঘর থেকে প্রায় ১৫০ গ্রাম গাজা ও ১১ পিচ ইয়াবা সহ তাকে হাতে নাতে গ্রেফতার করে উপজেলা নির্বাহী কার্যালয়ে হাজির করেন সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পান্নু শেখ কে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর ১ টেবিলের ৭   এর ক ধারা অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেনজব্দকৃত কৃত গাজা ও ইয়াবা প্রকাশ্যে পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং আসামীকে জেলা কারাগরে প্রেরণ করা হয়েছেএছাড়াও গত শনিবার এক অভিযানে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইখড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মুন্সির পুত্র ইকবাল হোসেন কে গাজা রাখার দায়ে গ্রেফতার করে তাকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়



মোল্যা সেলিম আহম্মেদ, তেরখাদা, খুলনা।
 


তেরখাদায় জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন

তেরখাদায় জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন

MB TV24.Com :
রবিবার বেলা ৩ টায় উপজেলার ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু  ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের খেলার উদ্ভোধন সম্পন্ন হয়েছেঅনুষ্ঠানে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোল্যা এহিউল ইসলামঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা চম্পা, অফিসার ইনচার্জ মোঃ সালেকুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান ও সেক্রেটারী কেএম আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, মুক্তিযোদ্ধা  প্রফুল্ল কুমার মরু ঢালী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম প্রমুখউদ্ভোধনী খেলায় আজগড়া ও বারাসাত ইউনিয়ন দল অংশগ্রহণ করেনখেলায় আজগড়া ইউনিয়ন দল ২ গোলে বিজয় অর্জন করেনখেলাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর সৌজন্যে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়বাকি খেলা গুলো ও যে কোন দর্শক অনলাইনে www.mbtv24.com   www.facebook.com/mbtv24  গিয়ে দেখতে পারবেনআগামী ১৬ সেপ্টেম্বর ফাইনালের মধ্য এই টুর্নামেন্টের সমাপ্তি হবে



মোল্যা সেলিম আহম্মেদ, তেরখাদা, খুলনাঃ
তেরখাদার দুই ইউনিয়নের দুটি ওয়ার্ডে উপ-নির্বাচন আগামী ৩ অক্টোবর-২০১৮

তেরখাদার দুই ইউনিয়নের দুটি ওয়ার্ডে উপ-নির্বাচন আগামী ৩ অক্টোবর-২০১৮

এমবি টিভি24.কমঃ তেরখাদা উপজেলার দুটি ইউনিয়নের দুটি ওয়ার্ডে উপ নির্বাচনের প্রস্থুতি চলছে। এক সূত্রে জানা যায়, উপজেলার তেরখাদা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মওলার অকাল মৃত্যুতে ঐ ওয়ার্ডটি পদ শূণ্য হয়। এছাড়া আজগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নিতিশ কুমার অধিকারীর অকাল মৃত্যুতে ঐ ওয়ার্ডটি ও পদ শূণ্য হয়। বিধি মোতাবেক ঐ দুটি ওয়ার্ডে বর্তমানে নির্বাচনের প্রস্থুতি চলছে।উপজেলা নির্বাচন অফিসের এক গণ বিজ্ঞপ্তিতে জানা যায়, এ নির্বাচনে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ৯ সেপ্টেম্বর-২০১৮, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ- ১৭ সেপ্টেম্বর-২০১৮ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ০৩ অক্টোবর ২০১৮।
সুস্থ্য,সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা সকলের।