বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আচ ২৪ জুন ২০২৫ চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। গুগলের সঙ্গে অংশীদার হয়ে বাংলাদেশে সর্বপ্রথম এই সেবা চালু করছে সিটি ব্যাংক। সহযোগী হিসেবে থাকছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসা।
গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা স্মার্টফোনে গুগল পে অ্যাপ ব্যবহার করে আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন। স্মার্টফোনের মাধ্যমে যেকোনও পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে দেশে বা বিদেশে ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ সম্ভব হবে। এতে আর আলাদাভাবে প্লাস্টিক কার্ড সঙ্গে বহনের প্রয়োজন হবে না। লেনদেনের জন্য গুগল কোনও ফি নিচ্ছে না। প্রথম ধাপে এই সুবিধা শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা ব্যবহার করতে পারবেন। গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপ ডাউনলোড করে সেখানে নিজের সিটি ব্যাংক কার্ডের তথ্য যুক্ত করতে হবে। কার্ড যুক্ত হয়ে গেলে ব্যবহারকারী যেকোনও দোকান বা রেস্তোরাঁয় ফোন ট্যাপ করেই সহজে পেমেন্ট করতে পারবেন।
বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে শহরেও বিভিন্ন
জায়গা রয়েছে যেখানে মোবাইল নেটওয়ার্ক নিয়ে খুব সমস্যায় পড়তে হয়। অনেক জায়গায় বসে তো
মোবাইলে কল পর্যন্ত করা যায়না।সেখানে ইন্টারনেট চালানো তো স্বপ্নের ব্যাপার।অনেক ছেলে-মেয়েদেরকে
রাস্তা-ঘাটে, ফাঁকা বিলে, বাগানে বা যেখানে ভাল নেটওয়ার্ক পায় সেখানে বসে ইন্টারনেট
ব্যবহার করতে দেখা যায়।তারা
ইন্টারনেট ছাড়া থাকতে পারে না, তাই যেখানে নেট পায় সেখানেই চলে যায়। কেউ কেউ আবার বাসার
ছাদে বা গাছের ডগায় বসেইও নেট ব্যবহার করেন। সম্প্রতি ঘরোয়া প্রযুক্তি কাজে লাগিয়েই
এই সমস্যার সমাধানে নেট ব্যবহারের নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন খুলনার তেরখাদা উপজেলার
আটলিয়া গ্রামের বাসিন্দা মোঃ রবিউল ইসলাম।তিনি মোবাইলের হটস্পট এবং ওয়াইফাই প্রযুক্তিকে
একটু অন্যভাবে ব্যবহার করে নেটওয়ার্কের এই সমস্যার সমাধান করেছেন। তার এই প্রযুক্তি
ব্যবহার করে তিনিসহ তার এলাকার অনেকেই এখন ফোর জি স্পিডে নেট ব্যবহার করছেন।বন্ধু-বান্ধব
ও পরিচিতজনদের অনুরোধে তিনি এ বিষয়ে একটা ভিডিও টিউটোরিয়ালও তৈরী করেছেন। যেটি উন্মুক্ত
করেছেন সকলের জন্য।ভিডিওটি এখানে শেয়ার করা হলো।নিচের লিংকে ক্লিক করুন। https://www.youtube.com/watch?v=NiKAINxIPjY
রবিউল বলেন, এটি খুবই সহজ প্রযুক্তি এবং
সবারই জানা। মূল বিষয়টা জানতে পারলে যে কেউ কোন প্রকার খরচ ছাড়াই এই প্রযুক্তির সুবিধা
উপভোগ করতে পারবেন।যাদের নেটওয়ার্কের সমস্যার কারণে ইন্টারনেট ব্যবহারে নানা সমস্যায়
পড়তে হয়, তারা এই প্রযুক্তি ব্যবহার করে সুফল পাবেন। এমনটাই প্রত্যাশা তার।আর এতেই
তার পরিশ্রম স্বার্থক হবে বলে জানান তিনি।
Welcome
to Modern bangla TV24, (MB TV24). MB TV24 is a very useful and entertainment
channel. Many kinds of useful content are available here. We are Upload blow
category video. They are---Entertainment, latest bangle news, All News, News,
Latest Natok, Latesttelefilm, Latest
Bangla Natok, Drama, Fun, Jokes, Top funny video, hit video, Top Movie, Top
Drama, Hit dance, Live Cultural Program, Live Music Show, Live Concert,
Technology, Live Entertainment, Live broadcast, live streaming, Agriculture…
etc. Watch Our Video and like, Comment, Share.
Please Hit the
Subscribe Baton & Press the Bell icon for more Video.
তেরখাদার
জননেতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোল্যা
এহিউল ইসলাম এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার আছরের নামাযের পরে উপজেলার
কেন্দ্র বিন্দু সরকারী ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত
হয়। এতে দল, মত নির্বিশেষ হাজার হাজার মানুষ অংশ নেন। তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান
মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী, অফিসার ইনচার্জ
মোঃ সালেকুজ্জামানসহ তেরখাদা ও খুলনার আওয়ামীলীগ, বিএনপি, জামাতসহ সকল রাজনৈতিক দলের
উর্দ্বতন নেতৃবৃন্দ জানাযায় উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে তার নিজ গ্রাম ইখড়ি পারিবারিক
কবরস্থানে দাফন করা হয়।
তিনি তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের
সিনিয়র সহ সভাপতি ছিলেন।মানুষ হিসেবে তিনি
ছিলেন খুবই সহজ-সরল, সৎ ও নিষ্ঠাবান।একজন সফল রাজনৈতিক
ব্যক্তিত্ত্ব হিসেবে উপজেলার সর্বত্র ছিল তাঁর প্রশংসা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র।
উল্লেখ্য
২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার ভোর রাতে তিনি
মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রেখে যান।তাঁর মৃত্যুতে
উপজেলার সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
স্যাটেলাইঃ
বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরী মহাকাশে উৎক্ষেপিত উপগ্রহ কে কৃত্রিম উপগ্রহ বা
স্যাটেলাইট বলা হয়।এটি মানুষের তৈরী বলে একে কৃত্রিম উপগ্রহ বলা হয়। উপগ্রহ
যেমন গ্রহের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমন করে, ঠিক তেমনি কৃত্রিম
উপগ্রহ বা স্যাটেলাইট ও আমাদের পৃথিবী গ্রহের চারপাশে ঘোরে।এটি কৃত্রিমভাবে
মানুষের তৈরী বলে একে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বলে।
কি কাজ করে স্যাটেলাইট ?
রেডিও, টিভি চ্যানেল, ফোন, মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ প্রযুক্তি,
মহাকাশ গবেষণা, মহাকাশের ছবি তোলা, গভীর সমুদ্রে জাহাজের দিক নির্দেশনা,
আবহাওয়ার পূর্বাভাশ,
দীর্ঘ প্রতিক্ষার বাধ ভেঙ্গে অবশেষে মহাকাশে সফলভাবে উৎক্ষেপন হলো
বাংলাদেশের প্রথম নিজস স্যাটেলাইট বঙ্গবন্ধু -১। শুক্রবার (১১ মে) দিবাগত
রাত (বাংলাদেশ সময়) ২টা ১৪ মিনিটে স্বাধীন বাংলাদেশের প্রথম স্যাটেলাইট
বঙ্গবন্ধু -১ মহাকাশে উৎক্ষেপন সম্পন্ন হয়েছে। বিশ্বের ৫৭তম দেশ হিসেবে
স্বাধীনতার ৪৭ বছর পর এই অর্জন বাংলাদেশের।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেইপ কেনাভেরালের লঞ্চ প্যাড থেকে
বেসরকারী মহাকাশ অনুসন্ধ্যান ও প্রযুক্তি কোম্পানী “স্পেসএক্স” এর
ফ্যালকন-৯ রকেট বঙ্গবন্ধু স্যাটেলাইট কে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে উড়াল দেয়।
বাংলাদেশ সময় ১১ মে শুক্রবার দিবাগত রাত ২ টা ১৪ মিনিটের সময়।
আজ থেকে প্রায় ১৭ বছর পূর্বে মহাকাশে নিজস্ব কৃত্রিম উপগ্রহ পাঠানোর স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। দীর্ঘ প্রতিক্ষার পর এবার আমাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১০ মে ২০১৮ বঙ্গবন্ধু -১ নামে বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট উৎক্ষেপন করতে যাচ্ছে বাংলাদেশ।এর মধ্যে দিয়ে তথ্য প্রযুক্তি খাতে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ কি ?
বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরী মহাকাশে উৎক্ষেপিত উপগ্রহ কে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বলা হয়।এটি মানুষের তৈরী বলে একে কৃত্রিম উপগ্রহ বলা হয়। উপগ্রহ যেমন গ্রহের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমন করে, ঠিক তেমনি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ও আমাদের পৃথিবী গ্রহের চারপাশে ঘোরে।এটি কৃত্রিমভাবে মানুষের তৈরী বলে একে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বলে।
কি কাজ করে স্যাটেলাইট ?
রেডিও, টিভি চ্যানেল, ফোন, মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা, মহাকাশের ছবি তোলা, গভীর সমুদ্রে জাহাজের দিক নির্দেশনা, আবহাওয়ার পূর্বাভাশ, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, পরিদর্শন পরিক্রমা, জিপিএস, ডিজিটাল ম্যাপ, মাটি ও পানির নিচে বিভিন্ন খনিজ সম্পদের অনুসন্ধ্যান উদ্ধার, পারমানবিক বিস্ফোরণ এবং হামলার আগাম সতর্কবার্তাসহ প্রায় ৪০ প্রকার কাজ করে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট।
কিভাবে কাজ করে ?
স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। উপগ্রহ যেমন পৃথিবীর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে, ঠিক তেমনি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ও পৃথিবী গ্রহের চারপাশে ঘোরে।
পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। এ কারণে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট উপগ্রহ কে মহাকাশে চালানোর জন্য কোন জ্বালানি বা শক্তির প্রয়োজন হয় না। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এর মাইক্রোওয়েভের ইলেক্ট্রনিক সার্কিটগুলো চালানোর জন্য সোলার পাওয়ার ব্যবহৃত হয়।
আন্তর্জাতিক সংবাদ জানতে আমাদের সাইটে ভিজিট করুন।
আন্তর্জাতিক সংবাদ জানতে আমাদের সাইটে ভিজিট করুন।
আন্তর্জাতিক সংবাদ জানতে আমাদের সাইটে ভিজিট করুন।
আন্তর্জাতিক সংবাদ জানতে আমাদের সাইটে ভিজিট করুন।
আন্তর্জাতিক সংবাদ জানতে আমাদের সাইটে ভিজিট করুন।