তেরখাদায় উত্তর খুলনা সাংবাদিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত



মোল্যা সেলিম আহম্মেদঃ সাংবাদিকদের মধ্যে ঐক্য সৃষ্টি এবং সঠিক, বস্তুনিষ্ট, তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনে  ঐক্য গড়ার লক্ষ্যে উত্তর খুলনা সাংবাদিক ফোরামের উদ্যোগে আজ ১৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় উপজেলা প্রেসকাব মিলনায়তনে ক্লাবের সভাপতি ও উত্তর খুলনা সাংবাদিক ফোরামের আহবায়ক নুর মোহাম্মদ সিফাতের সভাপতিত্বে  এক আলোচনা সভার আয়োজন করা হয়সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তর খুলনা সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোল্যা সেলিম আহম্মেদঅতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনে যুগ্ম আহবায়ক মিয়া বদরুল আলম, কিশোর কুমার দে, বীর মুক্তিযোদ্ধা নজির ভান্ডারী, সদস্য সচিব এসএম সামীম আহমেদ, সদস্য আজিজুল হাকিম, ডাঃ সুধাংশু কুমার, শামসুর রহমান, মোঃ ইকলাজ আলী, লক্ষী রানী, আজাহার আলী, খালেদা খাতুন, নাইম হাসানউল্লেখ্য দল মত নির্বিশেষে কলম সৈনিকদের সঠিক তথ্য উদঘাটন করতে গত ১৩ সেপ্টেম্বর চন্দনীমহলে উত্তর খুলনা সাংবাদিক ফোরামের এক জরুরী সভায় ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়কমিটির সিদ্ধান্ত মোতাবেক উত্তর খুলনা সাংবাদিক ফোরাম কে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সকল উপজেলায় সদস্যদের কে সত্য ও বলিস্ট সংবাদ পরিবেশনের আহবান জানানঅনুষ্ঠান পরিচালনায় ছিলেন উত্তর খুলনা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এম বাবুল সরকার
Categories:
Similar Videos

0 comments: