ছাগলাদহ বনাম মধুপুর ইউনিয়ন দলের মধ্যকার খেলার পর্যালোচনা
ছাগলাদহ বনাম মধুপুর ইউনিয়ন দলের মধ্যকার খেলার পর্যালোচনা
তেরখাদায় ভ্রাম্যমান আদালতে ২ জনের কারাদন্ড
MB TV24.Com তেরখাদায় ভ্রাম্যমান আদালতে ২ জনের কারাদন্ড
প্রদান করেছেন স্থানীয় ভ্রাম্যমান আদালত। সূত্রে জানা যায়, জেলা মাদক দ্রব্য
নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার বেলা ১২ টার সময় উপজেলার
কুশলা উত্তর পাড়ার মৃত আব্দুল লতিফ শেখের পুত্র মোঃ পান্নু শেখ (৫৫) এর বসত ঘর থেকে
প্রায় ১৫০ গ্রাম গাজা ও ১১ পিচ ইয়াবা সহ তাকে হাতে নাতে গ্রেফতার করে উপজেলা নির্বাহী
কার্যালয়ে হাজির করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
লিটন আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পান্নু
শেখ কে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর ১ টেবিলের ৭ এর ক ধারা অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত কৃত গাজা ও ইয়াবা প্রকাশ্যে পুড়িয়ে
নষ্ট করা হয়েছে এবং আসামীকে জেলা কারাগরে প্রেরণ করা হয়েছে। এছাড়াও গত শনিবার এক অভিযানে জেলা মাদক দ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর ইখড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মুন্সির পুত্র ইকবাল হোসেন কে
গাজা রাখার দায়ে গ্রেফতার করে । তাকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা
হয়।
মোল্যা সেলিম আহম্মেদ, তেরখাদা, খুলনা।
তেরখাদায় জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন
MB TV24.Com :
রবিবার বেলা ৩ টায় উপজেলার ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়
মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের
খেলার উদ্ভোধন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্ভোধন করেন উপজেলা পরিষদের
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোল্যা এহিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা চম্পা, অফিসার ইনচার্জ মোঃ সালেকুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি
এফএম অহিদুজ্জামান ও সেক্রেটারী কেএম আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, মুক্তিযোদ্ধা
অরবিন্দ প্রসাদ সাহা, মুক্তিযোদ্ধা প্রফুল্ল কুমার মরু ঢালী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম প্রমুখ। উদ্ভোধনী খেলায় আজগড়া ও বারাসাত ইউনিয়ন দল
অংশগ্রহণ করেন। খেলায় আজগড়া ইউনিয়ন দল ২ গোলে বিজয় অর্জন করেন। খেলাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন
আলীর সৌজন্যে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়। বাকি খেলা গুলো ও যে কোন দর্শক অনলাইনে www.mbtv24.com ও www.facebook.com/mbtv24 গিয়ে দেখতে পারবেন। আগামী ১৬ সেপ্টেম্বর
ফাইনালের মধ্য এই টুর্নামেন্টের সমাপ্তি হবে।
মোল্যা সেলিম আহম্মেদ, তেরখাদা, খুলনাঃ
তেরখাদার দুই ইউনিয়নের দুটি ওয়ার্ডে উপ-নির্বাচন আগামী ৩ অক্টোবর-২০১৮
এমবি টিভি24.কমঃ
তেরখাদা উপজেলার দুটি ইউনিয়নের দুটি ওয়ার্ডে উপ নির্বাচনের প্রস্থুতি চলছে। এক সূত্রে
জানা যায়, উপজেলার তেরখাদা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মওলার অকাল
মৃত্যুতে ঐ ওয়ার্ডটি পদ শূণ্য হয়। এছাড়া আজগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নিতিশ কুমার অধিকারীর অকাল মৃত্যুতে ঐ ওয়ার্ডটি ও পদ শূণ্য হয়। বিধি মোতাবেক ঐ দুটি ওয়ার্ডে বর্তমানে নির্বাচনের
প্রস্থুতি চলছে।উপজেলা নির্বাচন অফিসের এক গণ বিজ্ঞপ্তিতে জানা যায়, এ নির্বাচনে রিটার্নিং
অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ৯ সেপ্টেম্বর-২০১৮, প্রার্থিতা
প্রত্যাহারের শেষ তারিখ- ১৭ সেপ্টেম্বর-২০১৮ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ০৩ অক্টোবর
২০১৮।
সুস্থ্য,সুন্দরভাবে
উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা সকলের।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)



