পাকিস্তানে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটে মাইলফলক
পাকিস্তানে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটে মাইলফলক। এই সাফল্য আগামীর প্রেরণা, দেশে ফিরে বলেছেন নাজমুল হোসেন শান্ত। আসন্ন ভারত সফরে এই আত্মবিশ্ব...
সাকিবকে নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। এই সফরের আগে তাদের বিপক্ষে টেস্টে কোনো জয়ই ছিল না, এখন আছে সিরিজ জয়ের স্মৃতি। এমন আনন্দের উপলক্ষ্য এনে দেওয়া ক্রিকেটাররা বুধবার রাতে দেশে ফিরেছেন। এরপর বিমানবন্দরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কথা বলতে হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে।
জাতীয় দলের এই ক্রিকেটার কিছুদিন আগে বিলুপ্ত করা সংসদের সদস্য ছিলেন। তার রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাত্র-জনতার অভ্যুত্থান ক্ষমতা ছাড়তে হয়েছে। এরপর তার নামে হয় হত্যা মামলা। সাকিব যখন পাকিস্তানে খেলছেন বাংলাদেশের জার্সি গায়ে, তখনই এমন ঘটনা ঘটে।
এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটাররা পাশে দাঁড়ান সাকিবের। পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। ওখানে আলাপ হলে সাকিবের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন অধিনায়ক শান্ত।
তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের বিষয়টা অবশ্যই আলাদা বিষয়। কিন্তু প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এই বিষয়টা আমরা সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল, সবসময় দলের জন্য খেলার চিন্তাভাবনা করে থাকেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবে (ইউনূসের সঙ্গে)। যদি এটা নিয়ে কথা ওঠে, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। ’
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন ক্রিকেটাররা। ড্রেসিংরুমে জয়ের পরও দেখা গেছে সেটি। পরে ট্রফি নিয়ে ঘুমানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন অধিনায়ক শান্তও। ওই ঘটনার পেছনের কথাও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এইরকম অর্জনের পর স্বাভাবিক ভাবেই উদ্যাপনটা একটু অন্যরকম থাকে। জেতার পর ড্রেসিংরুমে সবাই সেলিব্রেট করেছে। হোটেলে যাওয়ার পরও সেলিব্রেশন থামেনি। পুরো যাত্রাই আসলে আনন্দের ছিল। পাকিস্তানে পুরো সময়টা আমরা অনেক উপভোগ করেছি। সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহূর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না … লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল...। ’
সিরিজ সেরার প্রাইজমানি নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ
mbtv24.com: স্বাগতিক পাকিস্তানকে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ২-০ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়েছে টাইগাররা। যেখানে এর আগে পাকিস্তানের বিপক্ষে কোনো টেস্টই জিততে পারেনি বাংলাদেশ। এই জয়ের অন্যতম নায়ক অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পুরো সিরিজে ব্যাটে-বলে দারুন খেলেছেন তিনি। ব্যাট হাতে ১৫৫ রান করার পাশাপাশি, বল হাতে নিয়েছেন ১০ উইকেট। এর মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর লিটন দাশের সঙ্গে অবিশ্বাস্য এক জুটি গড়েন মিরাজ। যে জুটিতে একাধিক রেকর্ডও ভেঙেছেন এই দুজন। এমন পারফরম্যান্সের পর সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন মিরাজ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষের পর নিজের মতো বাংলায় কিছু কথা বলার অনুমতি চান মিরাজ। এরপর সিরিজ সেরার প্রাইজমানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার কথা জানিয়ে বলেন, ‘‘আলহামদুলিল্লাহ, আমি প্রথমবারের মতো দেশের বাইরে ম্যান অব দ্যা সিরিজ হয়েছি। সম্প্রতি আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, যেখানে অনেকে শহীদ হয়েছেন। এই আন্দোলনে একজন রিকশাচালক আহত হয়েছিলেন, পরে উনি মারা যান।এই ম্যান অব দ্যা সিরিজের পুরস্কারটা তার পরিবারকে আমি দিতে চাই।’’
তারিখঃ ০৪/০৯/২০২৪
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন রেকর্ড। পাকিস্তানকে বাংলাওয়াশ
mbtv24.com: টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড সৃষ্টি করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয় করলো বাংলাদেশ। এই জয়ের মধ্যে দিয়ে টেস্টে প্রথমবার পাকিস্তানকে বাংলাওয়াশ করে ইংল্যান্ডকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের চার নম্বরে এখন নাজমুল হোসেন শান্ত'র দল।পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে আজ শেষ দিন জয়ের জন্য ১৪৩ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয় করলো বাংলাদেশ।
প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই টাইগার পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে ১৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা।যার ফলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৫ রান।
পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ। দুই টাইগার ওপেনার জাকির হাসান ২৩ বলে ৩১ ও সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে খেলতে নামে। দিনের শুরুতেই দলীয় ৫২ রানে সাজঘরে ফিরে যান জাকির। ৩৯ বলে ৪০ রান করেন তিনি।
জাকিরের বিদায়ের পর দলীয় ৭০ রানে ৫১ বলে ২৪ রান করে আউট হন আরেক ওপেনার সাদমান। এরপর ক্রিজে আসা মুমিনুলকে সঙ্গে নিয়ে দিনের শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত।
মুমিনুলকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন শান্ত। তবে দলীয় ১২৭ রানে ৮২ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরেন টাইগার অধিনায়ক। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল।
তবে দলীয় ১৫৩ রানে ৭১ বলে ৩৪ রান করে আউট হন মুমিনুল। তার বিদায়ের পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। ৫৬ ওভারে দলের জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। মুশফিক ৫১ বলে ২২ ও সাকিব ৪৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
এই জয়ের মধ্যে দিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার রেকর্ড করলো বাংলাদেশ।
mbtv24.com
তারিখঃ ০৩/০৯/২০২৪
পঞ্চম বারের মত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন প্রনব কুমার সাহা
তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হন। উল্লেখ্য ২০১৬,২০১৭,২০১৯ এবং ২০২২ সালেও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।তিনি সুদীর্ঘ ২৪ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেছন।
mbtv24.com
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১৮/০৫/২০২৩
mbtv24.com
তারিখঃ ১৮/০৫/২০২৩
পাঠান না এনে আমাকে দিয়ে পাঠান তৈরি করুন বললেন বাংলাদেশী অভিনেতা জায়েদ খান
mbtv24.com: দেশের হলে হিন্দি ছবি না এনে, এ দেশের নায়কদের নিয়ে 'পাঠান'-এর মত ছবি তৈরি করতে প্রযোজক ও সিনেমা প্রদর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
তিনি বলেন, বাংলাদেশে ‘পাঠান’ বা হিন্দি ছবি মুক্তি পেলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে । এ দেশে পাঠান আনার কি প্রয়োজন? তার চেয়ে পাঠান না এনে আমাকে বা আমাদেরকে দিয়ে পাঠানের মত ছবি তৈরি করুন। আমাদের দিয়ে বলিউডের ছবির মত ছবি বানান।' গত ৯ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করার আগে মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন বাংলাদেশের চিত্রনায়ক জায়েদ খান।
তিনি আরো
বলেন, 'দেশীয় সংস্কৃতির বিকাশ লাভে আমি শুরু থেকে হিন্দি ছবির বিপক্ষে। সবসময় চাইবো হিন্দি ছবি যাতে এখানে না আসে।
দেশে হিন্দি ছবি আনলে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হলো, সেই ভাষা হারিয়ে যাবে।
হিন্দি ছবি আনার চেয়ে আমাকে
বা আমাদেরকে দিয়ে পাঠানের মত ছবি তৈরি করেন।
mbtv24.com
তারিখঃ ১২/০৩/২০২৩
তেরখাদার ছাগলাদহে ব্র্যাকের পল্লী সমাজের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
mbtv24.com: খুলনার তেরখাদায় ছাগলাদহ ইউনিয়নে ১৫ ও ১৬ নভেম্বরে কুশলা ও নেবুদিয়া পল্লী সমাজের উদ্যোগে নারী দল, পুরুষ দল ও কিশোর কিশোরী দলের সমন্বয়সহ সকল সদস্য ও কমিউনিটির জনগণের অংশগ্রহণে নারী নির্যাতন, বাল্য বিবাহ, পারিবারিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে এক মিলন মেলার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলাদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিচুর রহমান এবং সংরক্ষিত মহিলা সদস্য ফিরোজা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলনমেলায় নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।সকল ইভেন্টে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয় ও অংশগ্রহণকারী শতাধিক লোকের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়।
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১৭/১১/২০২২