পঞ্চম বারের মত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন প্রনব কুমার সাহা

mbtv24.com: খুলনার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক প্রনব কুমার সাহা পঞ্চম বারের মত ২০২৩ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হন। উল্লেখ্য ২০১৬,২০১৭,২০১৯ এবং ২০২২ সালেও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।তিনি সুদীর্ঘ ২৪ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেছন।

 



mbtv24.com

তেরখাদা, খুলনা।

তারিখঃ ১৮/০৫/২০২৩

 

 

mbtv24.com

তারিখঃ ১৮/০৫/২০২৩

Similar Videos

0 comments: