আসছে উন্নয়ন মেলা-২০১৮,থাকবে আউটসোর্সিং বিষয়ক ফ্রি প্রশিক্ষণ কর্মশালাসহ নানা অনুষ্ঠান।

MB TV24.Com :

সারা দেশের ন্যায় তেরখাদা উপজেলায়ও আগামী ১১ জানুয়ারি ২০১৮ তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৮। চলবে ১৩ জানুয়ারি ২০১৮ পর্যন্ত। মেলাটি পালন উপলক্ষ্যে তেরখাদা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।এর মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, সেমিনার, আউটসোর্সিং, আত্মউন্নয়ন ও নৈতিক শিক্ষা বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠান। প্রতিদিন সকাল ৯ টা থেকে
মেলা শুরু হবে এবং দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মেলবে। প্রতিদিন বিকালে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলায় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান স্টল সাজিয়ে বসবেন। সেখানে পাওয়া যাবে তাৎক্ষনিক নানা সেবা। মেলার দ্বিতীয় দিন উপজেলা পরিষদ মিরনায়তনে অনুষ্ঠিত হবে “আউটসোর্সিং, আত্মউন্নয়ন ও নৈতিক শিক্ষা বিষয়ক দুদিনব্যাপী ফ্রি প্রশিক্ষণ কর্মশালা”।
যেখানে ছাত্র-ছাত্রী ও বেকার যুবক-যুবতীসহ যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেসন করতে হবে। https://docs.google.com/forms/d/e/1FAIpQLSct3v0BcBp3nWkJI-T7xG82uPZwnYZT8ZLXSUZPCdDmJdUbdA/viewform?c=0&w=1  এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেসন করা যাবে। এছাড়া যারা দূরে অবস্থান করছেন তারা ও চাইলে উন্নয়ন মেলা ২০১৮ এবং উক্ত প্রশিক্ষণ কর্মশালা সরাসরি ইউটিউবে www.youtube.com/mbtv24  বা www.mbtv24.com এ দেখতে পারবেন। এজন্য এখানে গিয়ে www.youtube.com/mbtv24 চ্যানেলটি এখনই সাবসক্রাইব করে রাখুন।সকল আপডেট পেতে ফেসবুক পেজে চোখ রাখুনঃ www.facebook.com/mbtv24
Categories:
Similar Videos

0 comments:

B2

Featured Videos

B3

জনপ্রিয় পোস্টসমূহ

Most Recent

B4

আমাদের অনুষ্ঠান সমূহ