"রাস্তা নয় যেন মৃত্যু খাঁদ" বিপর্যায়ে ভোলার ভেদুরিয়ার গাড়ী চালক ও জনগন। (ভিডিও সহ)



ভোলা-বরিশাল যোগাযোগের স্থলপথ মাধ্যম হিসেবে  ছিল ভোলা_ভেদুরিয়া সড়ক এই রাস্তাটিভোলা সদর_ভেদুরিয়া এর উপর দিয়ে রাস্তাটি চলে গেছে ভেদুরিয়া লঞ্চঘাট পর্যন্তভেদুরিয়া লঞ্চঘাট থেকে শুরু করে খেয়ঘাট পর্যন্ত রাস্তটির অবস্থা এখন বেহাল দশা২০০৪ সালে (বি আর টি সি) এর  তত্ত্বাবধায়নে নির্মাণ হয় রাস্তাটি প্রতিদিন দেড় হাজারের বেশী গাড়ি চলাচল করে এই রাস্তাটি দিয়েবাস,মালবাহী ট্রাক থেকে শুরু করে সকল প্রকার গাড়ী চলাচল করে রাস্তাটি দিয়েফলে বর্তমানে রাস্তার দশা একেবারে বেহালরাস্তাদিয়ে চলাচলরত গাড়ী এবং যাত্রী সবই এখন বিপর্যয়ের মুখেরাস্তার মাঝে মাঝে ভাংগা খাদ ছাড়া আর কিছুই চোখে পরেনাকিছু কিছু যায়গায় ইট দিয়ে খাদ ভরার জন্য দেওয়া হয়েছে তাতে উপকারের চেয়ে বেশী অপকার ই হয়েছেফলে  ঘটছে সড়ক দূর্ঘটনাভোলা জেলার যতগুলো উপজেলা রয়েছে ভোলা,দৌলতখান,লালমোহন,বোরহানউদ্দিন,চরফ্যাশন,মনপুরা,শশীভূষন সবাই বরিশাল যাতায়ত করার জন্য এই সড়ক ব্যাবহার করেনপ্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী ও গাড়ী ড্রাইভার এবং যাত্রীদেরফলে জনসমাজ এখন বিপর্যস্তএলাকাবাসী জানান বৃষ্টির কারনে দুই পাসের মাটি সরে রাস্তার খাদের সৃষ্টি হয়েছে এছাড়া ভারী মালবাহী ট্রাক চলাচলের কারনে হয়েছে রাস্তার ভাঙ্গনতারা আরো বলেন নির্বাহী কর্মকর্তাদের জানানোর পরেও নিদারুন অবস্থার কোন পরিবর্তন ঘটেনিএখন এলাকাবাসীর দাবী রাস্তাটি যেন আগের রুপ ফিরে পায়তারা চায় রাস্তাটি যেন এমন হয় যাতে কোন ঝুঁকি থাকবেনা, ঝুঁকিবিহীন একটি নিরাপদ সড়কযদি রাস্তাটির পুনঃনির্মান বা মেরামত করা হয় তবেই অবসান হবে এই সমস্যার। 


মোঃ সাইফুল ইসলাম
ভোলা।
তারিখঃ ২৫/১০/২০১৮ইং। 
 
Categories:
Similar Videos

0 comments:

B2

Featured Videos

B3

জনপ্রিয় পোস্টসমূহ

Most Recent

B4

আমাদের অনুষ্ঠান সমূহ