তেরখাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তেরখাদার জয়
MB
TV24.Com:
১৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় উপজেলার সরকারী ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোঃ লিটন আলীর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের ফাইনাল
খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন তেরখাদা ইউনিয়ন দল বনাম আজগড়া ইউনিয়ন দল। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, অফিসার ইনচার্জ মোঃ সালেকুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আমিনুর রহমান, প্রধান শিক্ষক মোঃ
আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও তেরখাদা ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান
ও সেক্রেটারী কেএম আলমগীর হোসেন, প্রমুখ। খেলায় তেরখাদা ইউনিয়ন দল ৩ গোলে বিজয় অর্জন করেন। খেলাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর সৌজন্যে অনলাইনে সরাসরি সম্প্রচার
করা হয়। পরবর্তীতে ও যে কোন দর্শক যে কোন সময়ে অনলাইনে www.mbtv24.com ও www.facebook.com/mbtv24 বা www.youtube.com/mbtv24 গিয়ে উক্ত খেলা গুলো
দেখতে পারবেন। উল্লেখ্য শক্তিশালী তেরখাদা ইউনিয়ন দল সব গুলো খেলায় সাফল্যের সাথে বিজয় লাভ করে
এবং সেই ধারা অব্যাহত রেখে ফাইনালেও চূড়ান্ত বিজয় অর্জন করে । অপরদিকে আজগড়া ইউনিয়ন দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের মাঝে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন
আলী। উল্লেখ্য আগামী ১৮ সেপ্টেম্বর সকাল দশটায়
তেরখাদা উপজেলা টিম খুলনা সার্কিট হাউজ ময়দানে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবেন।
তেরখাদা, খুলনা।
তারিখ- ১৫/০৯/২০১৮ইং।
তেরখাদা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মোল্যা সেলিম আহম্মেদঃ তেরখাদা উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা আজ শনিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে সকাল ১১টায়
উপজেলা হল রুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক কেএম আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা
আওয়ামলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ সরফুদ্দিন
বিশ্বাস বাচ্চু । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শেখ তবিবুর রহমান, এম ফরিদ আহম্মেদ, মুক্তিযোদ্ধা বোরান উদ্দিন, মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম দীন ও শেখ মোঃ মহাসিন এবং উকিল উদ্দিন লস্কার, আওয়ামীলীগের নেতা কাজী আক্তার হোসেন, হাজী মকবুল হোসেন, অনাদী কুমার মহন্ত, ওহিদুজ্জামান ফরিদ, কাজী কামাল, সারাফাত হোসেন, প্রজেস বালা, খান সেলিম আহমেদ, অসিত কুমার বৈদ্য, নাজমুল ইসলাম, সারাফাত হোসেন মুক্তি,
তাহেরা নয়ন, নাসিমা কবির, জিল্লুর রহমান নান্নু,
বদিউজ্জামান লিটু, মোল্যা মোঃ হিজবুল্লাহ সহ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীবৃন্দ। সভায় বক্তারা আগামী ২০ সেপ্টেম্বর নব নির্বাচিত এমপি আব্দুস সালাম মুর্শিদীর তেরখাদায় আগমন উপলক্ষ্যে উপজেলার নেতা কর্মীদের পক্ষ থেকে সংবর্ধনা জানানোর
উদ্দেশ্যে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার আহবান জানান।
তেরখাদায় উত্তর খুলনা সাংবাদিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত
মোল্যা সেলিম আহম্মেদঃ সাংবাদিকদের মধ্যে ঐক্য সৃষ্টি এবং সঠিক, বস্তুনিষ্ট, তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনে ঐক্য গড়ার লক্ষ্যে উত্তর
খুলনা সাংবাদিক ফোরামের উদ্যোগে আজ ১৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় উপজেলা প্রেসকাব মিলনায়তনে ক্লাবের সভাপতি ও উত্তর খুলনা সাংবাদিক ফোরামের আহবায়ক নুর মোহাম্মদ সিফাতের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তর খুলনা সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোল্যা সেলিম
আহম্মেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনে যুগ্ম আহবায়ক মিয়া বদরুল
আলম, কিশোর কুমার দে, বীর মুক্তিযোদ্ধা নজির ভান্ডারী, সদস্য সচিব এসএম সামীম আহমেদ, সদস্য আজিজুল হাকিম,
ডাঃ সুধাংশু কুমার, শামসুর রহমান, মোঃ ইকলাজ আলী, লক্ষী রানী, আজাহার আলী, খালেদা খাতুন, নাইম হাসান। উল্লেখ্য দল মত নির্বিশেষে কলম সৈনিকদের সঠিক তথ্য উদঘাটন করতে গত ১৩ সেপ্টেম্বর চন্দনীমহলে
উত্তর খুলনা সাংবাদিক ফোরামের এক জরুরী সভায় ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সিদ্ধান্ত মোতাবেক
উত্তর খুলনা সাংবাদিক ফোরাম কে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সকল উপজেলায় সদস্যদের
কে সত্য ও বলিস্ট সংবাদ পরিবেশনের আহবান জানান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উত্তর খুলনা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ
এম বাবুল সরকার।
ছাগলাদহ বনাম মধুপুর ইউনিয়ন দলের মধ্যকার খেলার পর্যালোচনা
ছাগলাদহ বনাম মধুপুর ইউনিয়ন দলের মধ্যকার খেলার পর্যালোচনা
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)


