তেরখাদার জননেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলাম এর দাফন সম্পন্ন



MBTV24.Com : 
তেরখাদার জননেতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোল্যা এহিউল ইসলাম এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার আছরের নামাযের পরে উপজেলার কেন্দ্র বিন্দু সরকারী ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। এতে দল, মত নির্বিশেষ হাজার হাজার মানুষ অংশ নেন। তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী, অফিসার ইনচার্জ মোঃ সালেকুজ্জামানসহ তেরখাদা ও খুলনার আওয়ামীলীগ, বিএনপি, জামাতসহ সকল রাজনৈতিক দলের উর্দ্বতন নেতৃবৃন্দ জানাযায় উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে তার নিজ গ্রাম ইখড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।   
তিনি তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ছিলেন মানুষ হিসেবে তিনি ছিলেন খুবই সহজ-সরল, সৎ ও নিষ্ঠাবানএকজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ত্ব হিসেবে উপজেলার সর্বত্র ছিল তাঁর প্রশংসাদল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র

উল্লেখ্য ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রেখে যান। তাঁর মৃত্যুতে উপজেলার সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের মাঝে শোকের ছায়া বিরাজ করছে

মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা

তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলাম আর নেই

MBTV24.Com :  সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলাম।আজ ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন তাঁর মৃত্যুতে তেরখাদায় শোকের ছায়া বিরাজ করছে।  

তিনি তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ছিলেন।মানুষ হিসেবে তিনি ছিলেন খুবই সহজ-সরল, সৎ ও নিষ্ঠাবান।একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ত্ব হিসেবে উপজেলার সর্বত্র ছিল তাঁর প্রশংসা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র।আজ বৃহস্পতিবার আছর বাদ মরহুমের যানাজার নামাজ সরকারী ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা যায়তাঁর মৃত্যুতে উপজেলার সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।


মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।

ভোলার তজুমউদ্দিনে শাহে আলম মডেল কলেজে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা

MB TV24: ঐতিহ্যবাহী দ্বীপজেলা ভোলার তজুমউদ্দিনে এই প্রথমবারের মত চালু হয়েছে ডিজিটাল হাজিরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুগ যুগ ধরে চলে আসা ছাত্র ছাত্রীদের হাজিরা পদ্ধতি এনালগ থেকে এখন ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে।তজুমউদ্দিনের শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নতুন এ ধারার সূচনা করেছে তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীট শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ। খাতা ও কলমের পরিবর্তে উপস্থিতি গ্রহনের জন্য চালু হয়েছে বায়োমেট্রিক্স পদ্ধতি। আঙ্গুলের ছাপ। ডিজিটাল এই হাজিরা পদ্ধতির মাধ্যমে দৈনন্দিন ক্লাসের উপস্থিতি, মাসিক গড় হাজিরা বের করা, কলেজে প্রবেশ ও বের হওয়ার সময় ফিঙ্গার এর মাধ্যমে অবস্থান সম্পর্কে নিশ্চিত হবে কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকেরা। কলেজে গিয়ে দেখা গেছে, লাইব্রেরির পাশে একটি যন্ত্র বসানো। ক্লাস শুরু হওয়ার পূর্বে সেখানে ছাত্র ছাত্রী ও শিক্ষক কর্মচারীরা বিশেষ এই যন্ত্রের উপর আঙ্গুলের ছাপ দিয়ে ক্লাসে প্রবেশ করে। গত এক সপ্তাহ ধরে চলছে এই ডিজিটাল হাজিরা পদ্ধতি।

ভোলা প্রতিনিধি,
 তারিখঃ ২৫/১০/২০১৮ইং।

কেএম আলমগীর হোসেন আবারো তেরখাদার ইখড়ি দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত




MB TV24.Com : তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী ইখড়ি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে আবারো নির্বাচিত হলেন উপজেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক ও বারাসাত ইউনিয়নের চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন।
২৪ অক্টোবর বুধবার মাদ্রাসায় সকাল ১০টায় ম্যানেজিং কমিটির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে কেএম আলমগীর হোসেন সভাপতি নির্বাচিত হন। উল্লেখ্য এর মধ্য দিয়ে তিনি টানা ৬ষ্ঠ বারের মতো এই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হলেন।
তার অবদানে প্রতিষ্ঠানটির অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের গতি অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সকলের।

মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।

বোরহানউদ্দিনে একশত গ্রাম গাঁজা সহ এক যুবক আটক




ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে মাহাদি হাসান মিশুক (২৩) নামে এক যুবক কে একশত গ্রাম গাজা সহ আটক করেছেন বোরহানউদ্দিন থানা পুলিশগতকাল মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে বোরহানউদ্দিন থানার এস. আই মোঃ ফোরকান, এ. এস আই. বশির উদ্দিন, শ্রী লিটন হালদার, মোঃ মুরছালিন ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মিলন বাজার এলাকা থেকে ১শত গ্রাম গাজাসহ তাকে আটক করেন আটক কৃত মাহাদি হাসান মিশুক ধারীয়া গ্রামের বাসিন্দা।তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে মামলা হয়েছেবোরহানউদ্দিন থানার ওসি, অসীম কুমার সিকদার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে

"রাস্তা নয় যেন মৃত্যু খাঁদ" বিপর্যায়ে ভোলার ভেদুরিয়ার গাড়ী চালক ও জনগন। (ভিডিও সহ)



ভোলা-বরিশাল যোগাযোগের স্থলপথ মাধ্যম হিসেবে  ছিল ভোলা_ভেদুরিয়া সড়ক এই রাস্তাটিভোলা সদর_ভেদুরিয়া এর উপর দিয়ে রাস্তাটি চলে গেছে ভেদুরিয়া লঞ্চঘাট পর্যন্তভেদুরিয়া লঞ্চঘাট থেকে শুরু করে খেয়ঘাট পর্যন্ত রাস্তটির অবস্থা এখন বেহাল দশা২০০৪ সালে (বি আর টি সি) এর  তত্ত্বাবধায়নে নির্মাণ হয় রাস্তাটি প্রতিদিন দেড় হাজারের বেশী গাড়ি চলাচল করে এই রাস্তাটি দিয়েবাস,মালবাহী ট্রাক থেকে শুরু করে সকল প্রকার গাড়ী চলাচল করে রাস্তাটি দিয়েফলে বর্তমানে রাস্তার দশা একেবারে বেহালরাস্তাদিয়ে চলাচলরত গাড়ী এবং যাত্রী সবই এখন বিপর্যয়ের মুখেরাস্তার মাঝে মাঝে ভাংগা খাদ ছাড়া আর কিছুই চোখে পরেনাকিছু কিছু যায়গায় ইট দিয়ে খাদ ভরার জন্য দেওয়া হয়েছে তাতে উপকারের চেয়ে বেশী অপকার ই হয়েছেফলে  ঘটছে সড়ক দূর্ঘটনাভোলা জেলার যতগুলো উপজেলা রয়েছে ভোলা,দৌলতখান,লালমোহন,বোরহানউদ্দিন,চরফ্যাশন,মনপুরা,শশীভূষন সবাই বরিশাল যাতায়ত করার জন্য এই সড়ক ব্যাবহার করেনপ্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী ও গাড়ী ড্রাইভার এবং যাত্রীদেরফলে জনসমাজ এখন বিপর্যস্তএলাকাবাসী জানান বৃষ্টির কারনে দুই পাসের মাটি সরে রাস্তার খাদের সৃষ্টি হয়েছে এছাড়া ভারী মালবাহী ট্রাক চলাচলের কারনে হয়েছে রাস্তার ভাঙ্গনতারা আরো বলেন নির্বাহী কর্মকর্তাদের জানানোর পরেও নিদারুন অবস্থার কোন পরিবর্তন ঘটেনিএখন এলাকাবাসীর দাবী রাস্তাটি যেন আগের রুপ ফিরে পায়তারা চায় রাস্তাটি যেন এমন হয় যাতে কোন ঝুঁকি থাকবেনা, ঝুঁকিবিহীন একটি নিরাপদ সড়কযদি রাস্তাটির পুনঃনির্মান বা মেরামত করা হয় তবেই অবসান হবে এই সমস্যার। 


মোঃ সাইফুল ইসলাম
ভোলা।
তারিখঃ ২৫/১০/২০১৮ইং। 
 

তেরখাদার পারহাজী গ্রামে নদী ভাঙ্গনে প্রধান সড়ক বিলিন।

তেরখাদার পারহাজী গ্রামে আতাই নদীতে প্রধান সড়ক, নদী ভাঙ্গন আতংকে শতাধিক পরিবার(ভিডিও সহ)



MB TV24.Com: খুলনার তেরখাদা উপজেলার ৬নং মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে আতাই নদীতে বিলিন হয়ে গেছে সেনের বাজার-কালিয়া সড়ক। নদী ভাঙ্গন আতংকে ভুগছেন পারহাজী গ্রামের শতাধিক পরিবার। এদিকে প্রধান সড়কে ভাঙ্গনের ফলে যান চলাচল বন্ধ রয়েছে। সূত্র মতে জানা যায়, গত ১৩ অক্টোবর পারহাজী গ্রামের ঈদ গাহ  এর নিকটে সেনের বাজার-কালিয়া সড়কে ফাটল দেখা দেয়। যা ক্রমশ বাড়তে থাকে এবং গত ২০ অক্টোবর সম্পূর্ণ রাস্তা ভেঙ্গে চলে যায় নদীর গর্ভে। বর্তমানে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নদীর পাড়ের বেশ কয়েকটি বাড়ি ইতোমধ্যেই নদীতে বিলিন হয়ে গেছে। উক্ত ভাঙ্গন কবলিত স্থান থেকে দুপাশে প্রায় অর্ধ কিলোমিটার নদীর কিনার সংলগ্ন এলাকায় ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় এসব জায়গাতেও ভাঙ্গন হতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহাসিন এর তত্ত্বাবধানে   রাস্তার পাশেই থাকা কয়েকটি বসতবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিকল্প পথ তেরীর চেষ্টা করছেন। নদী ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড এর জোর তৎপরতা লক্ষ্য করা যায়। স্থানীয়ভাবে শ্রমিক দিয়ে বিকল্প পথ তৈরী, বসত ঘর সরিয়ে অন্যত্র স্থাপন  এবং ভাঙ্গন প্রতিরোধে বালু ভর্তি বস্ত্রা ফেলা হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড, তেরখাদা, খুলনা এর  উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুস সোবহান হাওলাদার জানান, ১৭৫ কেজি করে ৪,৪৮০ বস্তা বালু ফেলে ও রিং বাধ দিয়ে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা চলছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহাসিন জানান, নদী ভাঙ্গনে সেনের বাজার-কালিয়া প্রধান সড়ক টি নদীতে বিলিন হয়ে যাওয়ায় গত ১০/১২ দিন যাবৎ যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল ফিরিয়ে আনতে ভাঙ্গন কবলিত এলাকার পাশ দিয়ে বসত ঘর নিরাপদ স্থানে সরিয়ে সেখান দিয়ে বিকল্প পথ তৈরীর চেষ্টা চলছে।
স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ায় ভাঙ্গন কবলিত এলাকার দুপাশে এসে দুপ্রান্তের বাস, টেম্পু, ইজি বাইক, ভ্যান ও অন্যান্য যানবাহন এসে থামছে। এবং যাত্রীদের গাড়ি বদলাতে হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে যেতে।এতে তাদের ভাড়া ও সময় বেশি লাগছে।অন্যদিকে যানবাহন চালকেরা জানান, এ অবস্থায় খুবই সমস্যার সম্মুখীন হচ্ছি। বিকল্প কোন পথ না থাকায় বাধ্য হয়ে ভাঙ্গনের এপাশে এসে গাড়ি থামাতে হচ্ছে।অন্যপ্রান্তের গাড়ি গুলো ওপাশে রয়েছে। যাত্রীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।তাদের সময় ও অর্থ বেশি লাগছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আরো জানান, নদী ভাঙ্গন কবলিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের পরিষদের গ্রামপুলিশ ও অন্যান্য লোকজন ডিউটি করছেন। চেষ্টা করছি- মানুষের বিপদে পাশে এসে দাঁড়ানোর। ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর জন্য কিছু করার চেষ্টা অব্যাহত রেখেছি।অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড ও ভাঙ্গন প্রতিরোধে বেশ তৎপর এবং আন্তরিক রয়েছেন।অনেক উর্দ্বতন কর্তৃপক্ষ ইতমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জরুরী ব্যবস্থা গ্রহণ করেছেন।তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নদী ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্থ মানুষেরা সর্বস্ব হারিয়ে খুবই অসহায়ভাবে বসবাস করছেন। তাদের কে পর্যাপ্ত সহায়তা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।
তারিখঃ ২২/১০/২০১৮ইং।

ভোলার বোরহান উদ্দিন উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সভা অনুষ্ঠিত

MB TV24.Com ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পক্ষিয়া ইউনিয়নে "মিলে মিশে থাকতে ভাই, গ্রাম আদালতের বিকল্প নাই” এই স্লোগানে “গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি" মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর শনিবার সকাল ১০ টার সময় পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাগর হাওলাদারের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের গ্রাম আদালতের গত বছরের অর্জন, চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল সমূহ নিয়ে আলোচনা করা হয়। প্রকল্প শুরু থেকে এ পর্যন্ত ইউনিয়নে মোট মামলা গ্রহণ হয়েছে ১১০ টি , এবং সমাধান হয়েছে ১০৮ টি, ২টি মামলা চলমান রয়েছে। নিস্পত্তিকৃত মামলা থেকে ক্ষতিপূরণ আদায় হয়েছে, ৫৮ লক্ষ ৮ হাজার ২৭৯ টাকা। সভায় ইউনিয়ন চেয়ারম্যান জনাব নাগর হাওলাদার বলেন সাধারণ মানুষ গ্রাম আদালতের মাধ্যমে যে সেবা পাচ্ছে আমাদের পরিষদ এ ধারা অব্যাহত রাখবে। সভায় আরো বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপ সচিব। সভায় গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে সাধারণ জনগণকে জানানোর কথা স্থানীয় সুশীল সমাজকে অবহিত করা হয়। সবাইকে গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে অবহিত করা হলে সাধারণ মানুষ অবশ্যই গ্রাম আদালতমূখী হবে। সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্য, ইমাম, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ছাত্র-ছাত্রী । এছাড়াও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো: রহিদুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন পক্ষিয়া ইউনিয়নের গ্রাম আদালত সহকারী মোঃ কামাল উদ্দিন।

মোঃ সজিব, 
বোরহানউদ্দিন, ভোলা।
তারিখঃ ২১/১০/২০১৮