তেরখাদার ছাগলাদহে ব্র্যাকের পল্লী সমাজের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত


mbtv24.com
: খুলনার তেরখাদায় ছাগলাদহ ইউনিয়নে ১৫ ও ১৬ নভেম্বরে কুশলা ও নেবুদিয়া পল্লী সমাজের উদ্যোগে নারী দল, পুরুষ দল ও কিশোর কিশোরী দলের সমন্বয়সহ সকল সদস্য ও কমিউনিটির জনগণের অংশগ্রহণে নারী নির্যাতন, বাল্য বিবাহ, পারিবারিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে এক মিলন মেলার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলাদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিচুর রহমান এবং সংরক্ষিত মহিলা সদস্য ফিরোজা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  মিলনমেলায় নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।সকল ইভেন্টে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয় ও অংশগ্রহণকারী শতাধিক লোকের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়।

তেরখাদা, খুলনা।

তারিখঃ ১৭/১১/২০২২

মোবাইলের ইন্টারনেটের সমস্যা সমাধানে খুলনার রবিউলের ব্যতিক্রম আবিষ্কার।যে কেউ তৈরী করতে পারবেন এই প্রযুক্তি আর যেখানে নেটওয়ার্ক একেবারেই পায়না সেখানেও পাবেন ফোর জি স্পিড।


বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে শহরেও বিভিন্ন জায়গা রয়েছে যেখানে মোবাইল নেটওয়ার্ক নিয়ে খুব সমস্যায় পড়তে হয়। অনেক জায়গায় বসে তো মোবাইলে কল পর্যন্ত করা যায়না।সেখানে ইন্টারনেট চালানো তো স্বপ্নের ব্যাপার।অনেক ছেলে-মেয়েদেরকে রাস্তা-ঘাটে, ফাঁকা বিলে, বাগানে বা যেখানে ভাল নেটওয়ার্ক পায় সেখানে বসে ইন্টারনেট ব্যবহার করতে দেখা যায়। তারা ইন্টারনেট ছাড়া থাকতে পারে না, তাই যেখানে নেট পায় সেখানেই চলে যায়। কেউ কেউ আবার বাসার ছাদে বা গাছের ডগায় বসেইও নেট ব্যবহার করেন। সম্প্রতি ঘরোয়া প্রযুক্তি কাজে লাগিয়েই এই সমস্যার সমাধানে নেট ব্যবহারের নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন খুলনার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের বাসিন্দা মোঃ রবিউল ইসলাম।তিনি মোবাইলের হটস্পট এবং ওয়াইফাই প্রযুক্তিকে একটু অন্যভাবে ব্যবহার করে নেটওয়ার্কের এই সমস্যার সমাধান করেছেন। তার এই প্রযুক্তি ব্যবহার করে তিনিসহ তার এলাকার অনেকেই এখন ফোর জি স্পিডে নেট ব্যবহার করছেন।বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের অনুরোধে তিনি এ বিষয়ে একটা ভিডিও টিউটোরিয়ালও তৈরী করেছেন। যেটি উন্মুক্ত করেছেন সকলের জন্য।ভিডিওটি এখানে শেয়ার করা হলো।নিচের লিংকে ক্লিক করুন। https://www.youtube.com/watch?v=NiKAINxIPjY
রবিউল বলেন, এটি খুবই সহজ প্রযুক্তি এবং সবারই জানা। মূল বিষয়টা জানতে পারলে যে কেউ কোন প্রকার খরচ ছাড়াই এই প্রযুক্তির সুবিধা উপভোগ করতে পারবেন।যাদের নেটওয়ার্কের সমস্যার কারণে ইন্টারনেট ব্যবহারে নানা সমস্যায় পড়তে হয়, তারা এই প্রযুক্তি ব্যবহার করে সুফল পাবেন। এমনটাই প্রত্যাশা তার।আর এতেই তার পরিশ্রম স্বার্থক হবে বলে জানান তিনি।

মোঃ রবিউল ইসলাম
তেরখাদা, খুলনা।

টাইটানিক এর সাথে ধাক্কা লাগা হীম শৈলের বয়স ও কোথায় সেটা?