mbtv24.com: খুলনার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক প্রনব কুমার সাহা পঞ্চম বারের মত ২০২৩ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হন। উল্লেখ্য ২০১৬,২০১৭,২০১৯ এবং ২০২২ সালেও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।তিনি সুদীর্ঘ ২৪ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেছন।
তিনি বলেন, বাংলাদেশে ‘পাঠান’বাহিন্দিছবিমুক্তিপেলেবাংলাদেশেরচলচ্চিত্রইন্ডাস্ট্রিনেপালেরমতোহবে।এদেশেপাঠানআনারকিপ্রয়োজন? তারচেয়েপাঠাননাএনেআমাকেবাআমাদেরকেদিয়েপাঠানেরমত ছবিতৈরিকরুন।আমাদেরদিয়েবলিউডেরছবিরমতছবিবানান।' গত ৯ মার্চবৃহস্পতিবারবঙ্গবন্ধুআন্তর্জাতিকসম্মেলনকেন্দ্রেজাতীয়চলচ্চিত্রপুরস্কার২০২১বিতরণঅনুষ্ঠানেপারফর্মকরারআগেমহড়ায়অংশনিয়েসাংবাদিকদেরসামনেএকথাবলেন বাংলাদেশের চিত্রনায়কজায়েদখান।
তিনিআরো
বলেন, 'দেশীয়সংস্কৃতিরবিকাশলাভেআমিশুরুথেকেহিন্দিছবিরবিপক্ষে।সবসময়চাইবোহিন্দিছবিযাতেএখানেনাআসে।
দেশে হিন্দি ছবি আনলে শিশুরাহিন্দিভাষাশিখবে।বাংলাসংস্কৃতিচর্চাভুলতেশুরুকরবে।যেভাষারজন্যরক্তদেওয়াহলো, যুদ্ধকরাহলো, সেইভাষাহারিয়েযাবে।
হিন্দিছবিআনারচেয়েআমাকে
বা আমাদেরকে দিয়ে পাঠানের মত ছবিতৈরিকরেন।
তিনিমনেকরেন, ''শতকোটিটাকাব্যয়েনির্মিতহিন্দিছবিবাংলাদেশেএলেএদেশেরসিনেমাধ্বংসহয়েযাবে। কারণ এককোটিটাকাবাজেটেরসিনেমাকখনোইএকশ' কোটির সিনেমার সঙ্গেপাল্লাদিয়েটিকতেপারবেনা।
mbtv24.com: খুলনার তেরখাদায় ছাগলাদহ ইউনিয়নে ১৫ ও ১৬ নভেম্বরে কুশলা ও নেবুদিয়া পল্লী সমাজের উদ্যোগে নারী দল, পুরুষ দল ও কিশোর কিশোরী দলের সমন্বয়সহ সকল সদস্য ও কমিউনিটির জনগণের অংশগ্রহণে নারী নির্যাতন, বাল্য বিবাহ, পারিবারিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে এক মিলন মেলার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলাদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিচুর রহমান এবং সংরক্ষিত মহিলা সদস্য ফিরোজা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলনমেলায় নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।সকল ইভেন্টে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয় ও অংশগ্রহণকারী শতাধিক লোকের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়।
বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে শহরেও বিভিন্ন
জায়গা রয়েছে যেখানে মোবাইল নেটওয়ার্ক নিয়ে খুব সমস্যায় পড়তে হয়। অনেক জায়গায় বসে তো
মোবাইলে কল পর্যন্ত করা যায়না।সেখানে ইন্টারনেট চালানো তো স্বপ্নের ব্যাপার।অনেক ছেলে-মেয়েদেরকে
রাস্তা-ঘাটে, ফাঁকা বিলে, বাগানে বা যেখানে ভাল নেটওয়ার্ক পায় সেখানে বসে ইন্টারনেট
ব্যবহার করতে দেখা যায়।তারা
ইন্টারনেট ছাড়া থাকতে পারে না, তাই যেখানে নেট পায় সেখানেই চলে যায়। কেউ কেউ আবার বাসার
ছাদে বা গাছের ডগায় বসেইও নেট ব্যবহার করেন। সম্প্রতি ঘরোয়া প্রযুক্তি কাজে লাগিয়েই
এই সমস্যার সমাধানে নেট ব্যবহারের নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন খুলনার তেরখাদা উপজেলার
আটলিয়া গ্রামের বাসিন্দা মোঃ রবিউল ইসলাম।তিনি মোবাইলের হটস্পট এবং ওয়াইফাই প্রযুক্তিকে
একটু অন্যভাবে ব্যবহার করে নেটওয়ার্কের এই সমস্যার সমাধান করেছেন। তার এই প্রযুক্তি
ব্যবহার করে তিনিসহ তার এলাকার অনেকেই এখন ফোর জি স্পিডে নেট ব্যবহার করছেন।বন্ধু-বান্ধব
ও পরিচিতজনদের অনুরোধে তিনি এ বিষয়ে একটা ভিডিও টিউটোরিয়ালও তৈরী করেছেন। যেটি উন্মুক্ত
করেছেন সকলের জন্য।ভিডিওটি এখানে শেয়ার করা হলো।নিচের লিংকে ক্লিক করুন। https://www.youtube.com/watch?v=NiKAINxIPjY
রবিউল বলেন, এটি খুবই সহজ প্রযুক্তি এবং
সবারই জানা। মূল বিষয়টা জানতে পারলে যে কেউ কোন প্রকার খরচ ছাড়াই এই প্রযুক্তির সুবিধা
উপভোগ করতে পারবেন।যাদের নেটওয়ার্কের সমস্যার কারণে ইন্টারনেট ব্যবহারে নানা সমস্যায়
পড়তে হয়, তারা এই প্রযুক্তি ব্যবহার করে সুফল পাবেন। এমনটাই প্রত্যাশা তার।আর এতেই
তার পরিশ্রম স্বার্থক হবে বলে জানান তিনি।