পঞ্চম বারের মত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন প্রনব কুমার সাহা
তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হন। উল্লেখ্য ২০১৬,২০১৭,২০১৯ এবং ২০২২ সালেও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।তিনি সুদীর্ঘ ২৪ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেছন।
mbtv24.com
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১৮/০৫/২০২৩
mbtv24.com
তারিখঃ ১৮/০৫/২০২৩
পাঠান না এনে আমাকে দিয়ে পাঠান তৈরি করুন বললেন বাংলাদেশী অভিনেতা জায়েদ খান
mbtv24.com: দেশের হলে হিন্দি ছবি না এনে, এ দেশের নায়কদের নিয়ে 'পাঠান'-এর মত ছবি তৈরি করতে প্রযোজক ও সিনেমা প্রদর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
তিনি বলেন, বাংলাদেশে ‘পাঠান’ বা হিন্দি ছবি মুক্তি পেলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে । এ দেশে পাঠান আনার কি প্রয়োজন? তার চেয়ে পাঠান না এনে আমাকে বা আমাদেরকে দিয়ে পাঠানের মত ছবি তৈরি করুন। আমাদের দিয়ে বলিউডের ছবির মত ছবি বানান।' গত ৯ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করার আগে মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন বাংলাদেশের চিত্রনায়ক জায়েদ খান।
তিনি আরো
বলেন, 'দেশীয় সংস্কৃতির বিকাশ লাভে আমি শুরু থেকে হিন্দি ছবির বিপক্ষে। সবসময় চাইবো হিন্দি ছবি যাতে এখানে না আসে।
দেশে হিন্দি ছবি আনলে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হলো, সেই ভাষা হারিয়ে যাবে।
হিন্দি ছবি আনার চেয়ে আমাকে
বা আমাদেরকে দিয়ে পাঠানের মত ছবি তৈরি করেন।
mbtv24.com
তারিখঃ ১২/০৩/২০২৩
তেরখাদার ছাগলাদহে ব্র্যাকের পল্লী সমাজের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
mbtv24.com: খুলনার তেরখাদায় ছাগলাদহ ইউনিয়নে ১৫ ও ১৬ নভেম্বরে কুশলা ও নেবুদিয়া পল্লী সমাজের উদ্যোগে নারী দল, পুরুষ দল ও কিশোর কিশোরী দলের সমন্বয়সহ সকল সদস্য ও কমিউনিটির জনগণের অংশগ্রহণে নারী নির্যাতন, বাল্য বিবাহ, পারিবারিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে এক মিলন মেলার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলাদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিচুর রহমান এবং সংরক্ষিত মহিলা সদস্য ফিরোজা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলনমেলায় নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।সকল ইভেন্টে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয় ও অংশগ্রহণকারী শতাধিক লোকের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়।
তেরখাদা, খুলনা।
তারিখঃ ১৭/১১/২০২২




